ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌর বিদ্যুৎ ব্যবহার করে বিপুল খরচ বাচাতে চাইছে ভারতীয় রেল

প্রকাশিত: ২০:৪৫, ৩ জুলাই ২০১৬

সৌর বিদ্যুৎ ব্যবহার করে বিপুল খরচ বাচাতে চাইছে ভারতীয় রেল

অনলাইন ডেস্ক ॥ ভারতীয় রেল নিয়ে আমাদের গর্ব হওয়াটা স্বাভাবিক। এশিয়ার বৃহত্তম নেটওয়ার্ক। এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্ক। এমন কী এই সংস্থায় যত সংখ্যক কর্মী কাজ করেন, বিশ্বের কোনও কোম্পানিতে এত কর্মী কাজ করেন না। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রেল আধুনিক হচ্ছে। আরও গতিশীল হচ্ছে। এবং ভাবনাও পাল্টাচ্ছে। রেলের ব্যয় সংকোচ করতে ও দূষণ মুক্ত করতে অভিনব পরিকল্পনা নিয়ে আসতে চলেছে রেল কতৃপক্ষ। ট্রেন চালাতে সৌর বিদ্যুতকে কাজে লাগানো হচ্ছে। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে সৌর বিদ্যুৎ চালিত কোচ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×