ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হেলমেট হতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের

প্রকাশিত: ২০:১২, ৩ জুলাই ২০১৬

হেলমেট হতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ডের

অনলাইন ডেস্ক ॥ গেল মাসের শুরুর দিকে সভা শেষে ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার সুপারিশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি। যদিও বাধ্যতামূলক করেনি আইসিসি। তবে আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিংয়ের সময় হেলমেট পরতে হলে তা হতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি। স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্ত। ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেটের ওপরের অংশের সঙ্গে গ্রিলের ব্যবধান সাধারণ হেলমেটের চেয়ে বেশ কম। এটি দুদিকে ‘অ্যাডজাস্টেবল’ নয়, তাতে নড়াচড়া করে কম। এতে বল কোনো ভাবেই হেলমেটের ফাঁক গলে ঢুকতে পারে না। সদস্য দেশগুলোকে আইসিসি অনুরোধ করেছে, ব্রিটিশ স্ট্যান্ডার্ড হেলমেট ব্যবহারের উপকারিতা সম্পর্কে নিজেদের ব্যাটসম্যানদের শিক্ষিত করে তুলতে। ২০১৪ সালে বলের আঘাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজের মৃত্যুর পর থেকেই দাবি উঠছে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার এবং নতুন ধরনের হেলমেট ব্যবহার করার। এর পর ক্রিকেটে আরও বেশ কজন ব্যাটসম্যান চোট পেয়েছেন বলের আঘাতে। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে তাসকিন আহমেদের বাউন্সারে মাথার পেছন দিকে ঘাড়ের কাছে গুরুতর আঘাত পান সোহরাওয়ার্দী শুভ।
×