ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুরের বেনারসি পল্লীতে ঈদের শেষ সময়েও ব্যস্ততা

প্রকাশিত: ১৯:২১, ৩ জুলাই ২০১৬

রংপুরের বেনারসি পল্লীতে ঈদের শেষ সময়েও ব্যস্ততা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একেবারে দোরগড়ায় ঈদ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর সমাগত। বেনারসি শাড়ির চাহিদা বেড়ে গেছে। এ কারণে শ্রমিকরা নাওয়া-খাওয়া ছেড়ে রাত-দিন শাড়ি বুননে ব্যস্ত সময় পার করছেন। এতো চাহিদা এবার যে বসে থাকার সময় নেই। বেনারসি শাড়ির চাহিদা বেড়ে গেছে আগের তুলনায় অনেক বেশি। এ কারণে রাত-দিন কাজ চলছেই। এখানে প্রায় সাড়ে তিন হাজার পুরুষ ও ৪০০ মহিলা শ্রমিক কাজ করছে। বুটি জামে বাহার, বেলবুটি, সাটান, নকশি, ফুলকলিসহ বিভিন্ন প্রকাশের শাড়ি। ঈদ উপলক্ষে চাহিদা এবার এতোই বেশী এক সপ্তাহে যেখানে ১৬টি শাড়ি তৈরি হতো, সেখানে এখন ৩০টি শাড়ি তৈরী করতে হচ্ছে। এসব শাড়ি ঢাকাসহ দেশের বিভিন্ন অভিজাত বিপণিবিতানে সরবরাহ করা হচ্ছে। গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তাঁত মালিক ও বেনারসি পল্লী প্রতিষ্ঠাতা আবদুর রহমান বলেন, আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে দ্বিগুণ দামে বিক্রি করে ব্যবসা করছেন ঢাকার মহাজনরা। আমরা তাঁদের টাকায় সুতা ও রং কেনায় তাঁদের কাছে জিম্মি হয়ে পড়েছি। চোখের সামনেই আমাদের লাভ তাঁরা নিয়ে যাচ্ছেন।
×