ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ নিহত ১১

প্রকাশিত: ০৪:২০, ৩ জুলাই ২০১৬

সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুর, মুন্সীগঞ্জ, বাগেরহাট, সিরাজগঞ্জ ও চট্টগ্রামের সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের গাজীপুর ॥ শনিবার ট্রাকের ধাক্কায় গাজীপুরে শিশুসন্তানসহ লেগুনা আরোহী একব্যক্তি নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির স্ত্রীও আহত হয়েছে। নিহতরা হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার চাকুরিয়া গ্রামের আঃ হামিদের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও সাইফুলের সন্তান সায়মন (৩)। পুলিশ জানান, ঈদের ছুটিতে স্ত্রী ও সন্তানকে নিয়ে শনিবার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সাইফুল। তারা একটি লেগুনায় চড়ে চান্দনা চৌরাস্তায় যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোড় এলাকায় বেপরোয়া গতিতে চৌরাস্তাগামী একটি ট্রাক ওই লেগুনাকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় ৫ জন নিহত ২০ জন আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কেওটখালীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঢাকা থেকে মাওয়াগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে প্রচ- ধাক্কা খায়। এতে পাঁচ জন মারা যায়। বাগেরহাট ॥ ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় সঞ্জয় বাকচি(২৮) নামে এক ব্যক্তি শুক্রবার রাতে মারা গেছেন। মুলঘর ইউনিয়নের বানিয়াখালী গ্রামের শৈলেন্দ্রনাথ বাকচির ছেলে সঞ্জয় বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কাকাডাঙ্গা মোড়ে দ্রুতগামী পিক আপের চাকায় পিষ্ট হয়। খুমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ ॥ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মান্নান নগরে শনিবার ভোরে ট্রাক খাদে পড়ে ২ যুবক নিহত এবং অন্তত ৮জন আহত হয়েছে। নিহতরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নুরুল ইসলাম (১৮) ও একই জেলার বাতচর গ্রামের শোয়েবুর রহমানের ছেলে জামাল (৩৫)। পুলিশ জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে যাত্রী নিয়ে ট্রাকটি নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি মান্নান নগরের ৮নং ব্রিজ এলাকায় পৌঁছলে ঘুমের কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই যুবক মারা যায়। সীতাকু-, চট্টগ্রাম ॥ সীতাকু-ে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় মোঃ কাউসার আহম্মদ (২৫) নিহত হয়েছে। শনিবার দুপুর ২টায় ভাটিয়ারী এলাকায় নিহতের ঘটনা ঘটে। কাউসার আহম্মদ নোয়াখালী জেলার কবিরহাট থানার মোহাম্মদ সুমন মিয়ার পুত্র।
×