ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৯ খাতের দর বেড়েছে

প্রকাশিত: ০৪:১৪, ৩ জুলাই ২০১৬

১৯ খাতের দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর (রিটার্ন) বেড়েছে ১৯ খাতে। অন্যদিকে দর কমেছে ১টি খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচিত সপ্তাহে ব্যাংক খাতে ৩ দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে। এছাড়া সিমেন্ট খাতে ৬ দশমিক ৩ শতাংশ, সিরামিক খাতে ৩ দশমিক ৪০ শতাংশ, প্রকৌশল খাতে ২ দশমিক ৫৫ শতাংশ, খাদ্য- আনুষঙ্গিক খাতে দশমিক ৯৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুত খাতে ২ দশমিক ৮৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৩৭ শতাংশ, জীবন বীমা খাতে ৩ দশমিক ৩৪ শতাংশ, আইটি খাতে দশমিক ০৬ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৭০ শতাংশ, বিবিধ খাতে দশমিক ২২ শতাংশ দর বেড়েছে। অন্য খাতগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪ দশমিক ৬৮ শতাংশ, ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে দশমিক ১৩ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ২ দশমিক ৫৩ শতাংশ, সেবা ও আবাসন খাতে ২ দশমিক ২৬ শতাংশ, ট্যানারি খাতে ১ দশমিক ১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ৭৮ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ২ দশমিক ৯২ শতাংশ দর বেড়েছে। লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা গত সপ্তাহে ওষুধ-রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মা লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে এসেছে। সপ্তাহজুড়ে স্কয়ার ফার্মার লেনদেন বেড়েছে ২ দশমিক ৫৯ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি পুরো সপ্তাহে ২৭ লাখ ১৫ হাজার ৯৬৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৭১ কোটি ৪৬ লাখ ৮৫ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেন বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। কোম্পানি সপ্তাহজুড়ে ৫৫ লাখ ৭৫ হাজার ৬০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৬৪ কোটি ৫০ লাখ ৬৭ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের লেনদেন বেড়েছে ৯ দশমিক ৪১ শতাংশ। কোম্পানি সপ্তাহজুড়ে ৮২ লাখ ৬ হাজার ৯১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ছিল ৬২ কোটি ৪৯ লাখ ৪২ হাজার টাকা। -অর্থনৈতিক রিপোর্টার ডিএসই থেকে সরকারের রাজস্ব কমেছে ২০১৫-১৬ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে। এই অর্থবছরে সরকারের রাজস্ব আদায় হয়েছে মোট ১৫৮ কোটি ৪ লাখ ৩০ হাজার ৩৯২ টাকা। যা ২০১৪-১৫ বা গত অর্থবছরে ছিল ১৭৪ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৩৮৭ টাকা। সেই হিসাবে এবার রাজস্ব কমেছে ১৬ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা বা ৯ দশমিক ৬৩ শতাংশ। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১০৭ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৪৪৭ টাকা। ২০১৪-১৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ১১২ কোটি ৩৫ লাখ ১৬ হাজার ৬৫৭ টাকা। সেই হিসাবে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে ৫ কোটি ১০ লাখ ৫৬ হাজার ২১০ টাকা। একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে ডিএসইর রাজস্ব আদায় হয়েছে ৫০ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৯৪৫ টাকা। যা এর আগের বছর ছিল ৬২ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৭৩০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×