ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০২:৫৩, ২ জুলাই ২০১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে ২০ লাখ টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় প্রেসক্লাবের সামনে ছিনতাইকারীরা এক টেক্সটাইল মিলস’র সুপারভাইজরকে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পরে গুলিবিদ্ধ সুপারভাইজার সোহরাব মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সোবহান মিয়া আল ডেমরার হেজাব টেক্সটাইল মিলের সুপারভাইজর হিসেবে দায়িত্বরত। মিল মালিকের ছোট ভাই মো. সাকিম আহমেদ জানান, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে চকবাজারের চেম্পিয়ান শো রুম থেকে ২০ লাখ টাকা নিয়ে প্রাইভেটকার যোগে করে ডেমরা টেক্সটাইল মিলের দিকে যাচ্ছিলেন সোবহানসহ ৩ জন। যাওয়ার পথে প্রেসক্লাবের সামনে ৪টি মটরসাকেলে ৮ জন যুবক হঠাৎ প্রাইভেটকারটি গতিরোধ করে। টাকা ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে এক পর্যায়ে ছিনতাইকারীরা সোবহানের ডান পায়ের উরুতে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁিড়র এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুলিবিদ্ধ সোহরাব মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
×