ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আয়োজক রোম হলে অলিম্পিকের অংশ হবে ক্রিকেট

প্রকাশিত: ২০:২৩, ২ জুলাই ২০১৬

আয়োজক রোম হলে অলিম্পিকের অংশ হবে ক্রিকেট

অনলাইন ডেস্ক॥ ইতালির রাজধানী রোম ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেলে ক্রিকেটকে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে অন্তর্ভুক্ত করা হবে জানিয়েছেন দেশটির [ইতালি] ক্রিকেট বোর্ডের প্রধান সিমোন গামবিনো। তার ভাষায়, 'যদি রোম এই মেগা আসরের আয়োজক হয় তাহলে ক্রিকেট এতে অন্তর্ভুক্ত হবে।' খবর পিটিআই'র সিমোন গামবিনো এমন সময়ে এই মন্তব্য করলেন যখন দিল্লিতে আইসিসির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইএসপিএনক্রিকোইনফো গামবিনোর বরাত দিয়ে জানায়, 'অলিম্পিক অায়োজক কমিটির কাছ থেকে এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিশ্রুতি পেয়েছি।' ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক হতে প্রচেষ্টা চালাচ্ছে রোম, প্যারিস, লস অ্যাঞ্জেলেস ও বুদাপেস্ট। নতুন পাঁচটি খেলা অলিম্পিকে অন্তর্ভুক্তির সুযোগ থাকে আয়োজক শহরটির। তবে ওই পাঁচটি খেলার অবশ্যই অলিম্পিক নীতিমালার মধ্যে পড়তে হবে।
×