ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরাসী কবি ইভেস বোনেফয় আর নেই

প্রকাশিত: ১৯:৩১, ২ জুলাই ২০১৬

ফরাসী কবি ইভেস বোনেফয় আর নেই

অনলাইন ডেস্ক ॥ ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় সমকালীন কবি ইভেস বোনেফয় শুক্রবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বাসস এমন তথ্য জানিয়েছে। তার লেখা শতাধিক বই ৩০টি ভাষায় অনুবাদ করা হয়েছে। এই বইগুলো উচ্চমানের ফরাসী ভাষায় রচিত। সাহিত্যে নোবেল পুরষ্কার জয়ের ব্যাপারে তার নামটি প্রায়ই উচ্চারিত হত। শেক্সপিয়ারের নাটক অনুবাদের জন্যই তিনি সুপরিচিত ছিলেন। এর পাশাপাশি ইয়েটস, পেট্রাচ ও তার বন্ধু জর্জ সেফেরিসের জন্যও কাজ করতেন। বোনেফয়ের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন স্থান থেকে টুইটারে তার ভক্ত অনুরাগীরা শোক জানাচ্ছে। এই সব টুইটার বার্তায় তার সবচেয়ে জনপ্রিয় লেখাগুলোর লাইন জুড়ে দেয়া হয়েছে। বোনেফয় ১৯২৩ সালে ফ্রান্সের মধ্যাঞ্চলীয় টুর্সে জন্মগ্রহণ করেন। তার বাবা রেলওয়েতে কাজ করতেন এবং মা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। বোনেফয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করার জন্য তার প্রকাশকদের তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। লি মোন্ডে ও অপর একটি প্রধান ফরাসী গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি প্রকাশ করা হয়েছে।
×