ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুরে ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা সমাপ্ত

প্রকাশিত: ১৯:০১, ২ জুলাই ২০১৬

রংপুরে ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরে পনেরো দিনব্যাপী বিভাগীয় বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা শেষ হয়েছে। বৃহ¯পতিবার সন্ধ্যার পর জিলা স্কুল মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিনু শিল। সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক স.ম আশরাফ আলী। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য সংরক্ষণ) আফতাব হোসেন, সামাজিক বনায়ন জোনের সহকারী বন সংরক্ষণ ড. প্রাণতোষ চন্দ্র রায়। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণ করা নার্সারী মালিকের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মেলায় প্রথম স্থান করে বদরগঞ্জ রোডস্থ লামইয়া নার্সারী, দ্বিতীয় স্থান যৌথভাবে অধিকার লাভ করে নুরপুরের এ্যাম এগ্রো নার্সারী ও শালবন মিস্ত্রিপাড়ার সততা নার্সারী। তৃতীয় স্থান যৌথভাবে লাভ করে, রংপুর স্টেডিয়ামের সামনে সাগর নার্সারী ও শালবন মিস্ত্রিপাড়ার মিতু নার্সারী। জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলায় ৫০টি নার্সারীর স্টল অংশ নিয়েছিল। উল্লেখ যে গত ১৯ জুন এই মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।
×