ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতিরিক্ত যাত্রী বোঝাই, লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৮:৫৩, ২ জুলাই ২০১৬

অতিরিক্ত যাত্রী বোঝাই, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে অতিরিক্ত যাত্রী বোঝাই ও ভাড়া আদায়ের অপরাধে দীঘির পাড় ট্রান্সপোর্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় শহরের মুক্তারপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। পরিবহনটি অতিরিক্ত ভাড়া আদায় ও গাড়ির ভেতরে অনুমতির অতিরিক্ত সিট রাখার অপরাধে এই জরিমানা করা হয়। এসব তথ্য দিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল মামুন জানান, ট্রান্সপোর্টটি অতিরিক্ত ভাড়া আদায় করছিল। এছাড়া বাসের ফিটনেসে ৩১ সিট থাকার কথা থাকলেও বাসে ৩৭/৩৮টি কোন কোন বাসে ৩৯টি সিটও দেখা গেছে।
×