ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বার্সিলোনাতেই থাকছেন নেইমার

প্রকাশিত: ০৫:১৮, ২ জুলাই ২০১৬

বার্সিলোনাতেই থাকছেন নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমি অনেক খুশি চুক্তি নবায়ন হবে।’ বার্সিলোনার সঙ্গে আরও ৫ বছর চুক্তি নবায়নের বিষয়ে ইনস্ট্রাগ্রামে এমনটিই জানান ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ যখন নেইমারের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা বলেন, তখন নেইমার তার আনন্দের বহিঃপ্রকাশ ঘটান। শুধু কী নেইমার, আর্জেন্টিনা জাতীয় দল থেকে সম্প্রতিই অবসর নেয়া লিওনেল মেসির সঙ্গেও বার্সিলোনা চুক্তি বাড়াবে। বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ বলেছেন, ‘নেইমার, তার পরিবার এফসি বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা পাঁচ বছরের জন্য নতুন করে চুক্তি করব। এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই এই তারকার ভবিষ্যত নিয়ে সব সংশয়ের অবসান হলো।’ নেইমার এরপর টুইটও করেন, ‘স্বপ্নটা আরও দীর্ঘায়িত হচ্ছে। খুবই খুশি আমি। বার্সার জয় হোক, কাতালুনিয়ার জয় হোক!’ বার্সিলোনায় থাকছেন কিনা নেইমার, এ নিয়ে সংশয় ছিল। সব সংশয় তাহলে দূর হয়ে গেল। নেইমারকে রেখে দিচ্ছে বার্সা। নেইমারের বার্সায থাকা না থাকায়টা অনিশ্চয়তার কালো মেঘে ঢেকে গিয়েছিল। সেই মেঘ দূরে সরে গেছে। এবারের ইউরোতে জেরার্ড পিকে কিংবা আন্দ্রেস ইনিয়েস্তাদের দিকে বারবার নেইমারকে নিয়ে প্রশ্ন ছুটে গেছে। অথচ নেইমারের সঙ্গে ইউরোর কোন সম্পর্কই নেই। তবুও স্পেন ইনিয়েস্তাদের সামনে বার বার নেইমার প্রসঙ্গ চলেই এসেছে। অনেক দিন ধরে ঝুলে থাকা চুক্তিটা ভেস্তে যাবে, এমন গুঞ্জন যখন ভালভাবে ডালপালা মেলতে শুরু করে, তা দূর করে দেন বার্সা প্রেসিডেন্ট নিজেই। নেইমার যখন খুশি প্রকাশ করেন, তখন চুক্তিটা যে এবার হচ্ছেই; সেই নিশ্চয়তাও মিলে যায়। ২০১৮ সালের জুনে নেইমারের বর্তমান চুক্তি শেষ হওয়ার কথা ছিল। সাধারণত চুক্তির মেয়াদ শেষের এক দুই বছর আগেই দুই পক্ষ আলোচনায় বসে।
×