ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রোটারির ২০১৬-১৭ সেশনের কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০৪:২৩, ২ জুলাই ২০১৬

রোটারির ২০১৬-১৭  সেশনের কর্মসূচী  ঘোষণা

রোটারির নয়া গবর্নর মোহাম্মদ আইউব বলেছেন, রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদশে (২০১৬-১৭) সালে দেশের অবহেলিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করবে। গবর্নর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে রোটারির বর্ষ শুরু উপলক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক গবর্নর এসএএম শওকত হোসেন, জয়নুল আবেদীন, এম. হাফিজউল্লাহ, গবর্নর নমিনি এএফএম আলমগীর, জেলা সেক্রেটারি রকিব সর্দার, ডেপুটি গবর্নর আবুল খায়ের চৌধুরী, কসমোপলিটন ক্লাবের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি নর্থ সাউথ ভার্সিটি ॥ পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের বায়তুল ফালাহ মসজিদ ও এতিমখানায় তিন শতাধিক এতিম বাচ্চার সঙ্গে মক্তবে বসে ইফতার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। ইফতার শেষে সমাজের সুবিধা বঞ্চিত পথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার উদ্দেশে মানিক মিয়া এভিনিউ এলাকায় ঈদের পোশাক বিতরণ করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেসক্লাবের ব্যতিক্রমধর্মী এ আয়োজনে সহযোগিতা করে একমি, নর (ইউনিলিভার) এবং ইন্ডিগো। বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও মুখপাত্র বেলাল আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। ক্লাবের সভাপতি, সম্পাদকসহ কর্মকর্তারা অংশ নেয়। ইফতারের আগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাব সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অতিরিক্ত গরমে তৃষ্ণার্ত পথচারী ও রিক্সা শ্রমিকদের মাঝে পানীয়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, রক্তদান কর্মসূচীসহ বছরব্যাপী নানাকার্যক্রম করে থাকে। Ñবিজ্ঞপ্তি ব্রি’র মহাপরিচালক হলেন ড. ভাগ্য রানী বণিক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক পদে যোগদান করেছেন ড. ভাগ্য রানী বণিক। কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। ব্রি’র সাড়ে চার দশকের ইতিহাসে এই প্রথম একজন মহিলা এর শীর্ষ পদে আসীন হলেন। ড. বণিক ইতোপূর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক, প্রশিক্ষণ ও যোগাযোগ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ব্রি’র বিদায়ী মহাচরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাসের স্থলাভিষিক্ত হলেন।
×