ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়পুরে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা আহত ৫

প্রকাশিত: ০৪:২১, ২ জুলাই ২০১৬

রায়পুরে ব্যবসায়ীর  প্রতিষ্ঠানে হামলা  আহত ৫

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ১ জুলাই ॥ লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীর তিন প্রতিষ্ঠানে দু’দফা হামলা চালিয়ে প্রায় ২০ লাখ টাকার মাল লুটপাট করেছে প্রতিপক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। বাধা দিতে গেলে নারীসহ ৫জনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার ছিদ্দিক উল্যা বেপারিবাড়ীতে। এঘটনায় আহত হুমায়ুন কবির বাদী হয়ে ৫জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। এলাকায় দু’পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, দুই বছর ধরে ব্যবসায়ী হুমায়ুন করিব ও একই বাড়ির বাসিন্দা ফেনীর পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রকল্প কর্মকর্তা মুনছুর আহম্মেদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। কয়েকদিন আগে মুনছুর আহম্মেদ থানায় অভিযোগ দিয়ে হুমায়ুন কবিরের বসতঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে শুক্রবার সকালে মুনছুর আহম্মদের ছেলে আল আমিন ও জামাতা মাসুদের নেতৃত্বে ৫০-৬০ সশস্ত্র লোকজন ব্যবসায়ী কবিরের প্রতিষ্ঠানে আবার হামলা চালিয়ে তিনটি প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাল লুটে নেয়। এ ঘটনায় অভিযুক্ত মুনছুর আহম্মেদের মেয়ে আমেনা আক্তার পপি বলেন, আমরা আমাদের জায়গা ও দোকান হুমায়ুন কবিরকে ভাড়া দিয়েছি। সে দোকান না ছেড়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে। আদালতসহ সব জায়গায় আমাদের পক্ষে রায় হয়েছে। তাই আমরা বাধ্য হয়ে হুমায়নের দোকানঘর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছি। রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, হুমায়ুন কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় মুনছুর আহম্মেদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
×