ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে সবাই বাজারমুখী

প্রকাশিত: ০৪:২১, ২ জুলাই ২০১৬

রাজশাহীতে সবাই বাজারমুখী

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, প্রকৃতিতে আষাঢ় হলেও খরায় পুড়ছে রাজশাহী অঞ্চল। মাঝে মাঝে আকাশে মেঘের ঘটঘটা দেখা দিলেও বৃষ্টি হচ্ছে না। তীব্র গরম পড়ছে এ অঞ্চলে। তীব্র খরা ও ঝাঁজালো রোদ উপেক্ষো করে মানুষ ছুটছে ঈদের বাজারে। রমজানের শেষ শুক্রবার সকাল থেকে বাজারমুখী হতে শুরু করে মানুষ। শেষ সময়ে এসে মানুষের ভিড়ে একাকার সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান। কেনাকাটার জন্য উন্মুখ মানুষ দলে দলে বেরিয়ে আসছেন রাস্তায়। গন্তব্য ঈদের বাজার। ঈদ যতই কাছে আসছে ততই ভিড় বাড়ছে। শহর থেকে শুরু করে গ্রামের বাজারেও মানুষ ভিড় করছে বাজারে ও বিভিন্ন শপিংমলে। রাজশাহী নগরীর সাহেববাজার, আরডিএ বাজার নিউমার্কেটে যেমন মানুষের ঢল তেমন উপজেলার মার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। বাহারি পোশাকে সাজানো দোকানে চলছে ধুমছে কেনাকাটা। বিক্রেতারা নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছেন না। রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় ঈদের বাজার করতে আসা গৃহবধূ নাজমা আক্তার বলেন, দিন দ্রুত চলে যাচ্ছে তাও বাজার ফুরাচ্ছে না।
×