ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে ধুম বেচাকেনা

প্রকাশিত: ০৪:১৯, ২ জুলাই ২০১৬

মুন্সীগঞ্জে ধুম বেচাকেনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বিপণিবিতান ও অভিজাত মার্কেটগুলোতে ধুম পড়েছে বেচাকেনায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনায় মুখর মুন্সীগঞ্জ শহরের মার্কেটগুলো। দেশী পোশাকের চেয়ে অনেক বেশি প্রদর্শন হচ্ছে বিদেশী পোশাক। এদিকে শেষ সময়েও টেলারিংয়ে ব্যস্ততা লক্ষণীয়। ভারত, পাকিস্তান, চীন ও বার্মীস লুঙ্গি, শাড়ি থ্রীপিছ, বেডশীট,পাঞ্জাবিসহ নানান বাহারি ড্রেস শোভা পাচ্ছে বিপণিবিতানগুলোতে। আর এগুলো বিক্রি হচ্ছে ভারতীয় বিভিন্ন সিনেমার নায়ক-নায়িকার নামে। ঈদের দিন ঘনিয়ে আসায় ক্রেতাদের কাছ টানতে এসব পোশাকের সাথে দামী উপহারের ঘোষণা করছে বিক্রেতারা। রমজান মাসে বছরের সবচেয়ে বেশি তৈরি পোশাক বিক্রি হয় বলে ঈদের দিন-ক্ষণ যতই ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে ততই ভিড় বাড়ছে ক্রেতাদের। ঘুরে দেখা গেছে বরাবরের মতো মার্কেটগুলোতে ভিড় করছে নারী ও শিশুরা। বিভিন্ন নামী-দামী ফ্যাশন হউসের তথ্য মতে এবার তরুণীদের চাহিদা অনুযায়ী সিল্ক,হাফ সিল্ক,মুসলিম শাড়ি, থ্রীপিস, লেগিংস, টপস, কুর্তা, লেডিস পাঞ্জাবি ,কামিজ পাওয়া যাচ্ছে। এছাড়া তরুণরা এবার শার্ট-প্যান্ট বেশি কিনছে। বিশেষ করে চায়না টি শার্টের কদর বেড়েছে । শহরের বিভিন্ন শোরুম গুলোতে ৪৫০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের শাড়ি বিক্রি হচ্ছে । ১৫ থেকে ১৭ হাজার টাকা মূল্যের সাথী কাতান শাড়ি কিনছেন ক্রেতারা। সুতি ও টাঙ্গাইল শাড়ি ৭০০ থেকে ১ হাজার ৭ শ’ টাকায় বিক্রি হচ্ছে। শহরের নামী-দামী শপিংমলগুলোতে বিদেশী পোশাকে ছেয়ে গেছে । জিএস সিটি মাকের্ট, মসজিদ মার্কেট, মোল্লা প্লাজা শপিং মলগুলো ঘুরে দেখা গেছে এখানে বিদেশী পোশাকের চাহিদা বেশি ।
×