ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ধলেশ্বরীতে নদীতে ডাকাতি

প্রকাশিত: ০৩:১০, ১ জুলাই ২০১৬

ধলেশ্বরীতে নদীতে ডাকাতি

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর থানার মীরকাদিম লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী মোহনায় ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ডাকাতের কবলে পরে ১৪ জন ড্রাম ব্যবসায়ী। তাদের মারধর করে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ব্যবসায়ীরা ঈদের বন্ধ পেয়ে পরিবার পরিজনদের নিয়ে ট্রলার যোগে নদী পথে মানিকগঞ্জ থেকে মাদারীপুরে যাচ্ছিলেন। সন্ধ্যার পর তাদের ট্রলারটি উক্ত স্থানে একদল ডাকাত ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাত দল অস্ত্র তাক করে ট্রলারটি নদীর উত্তর তীরে নিয়ে যায়। এই তীরের আশে পাশে কোন জনবসতি ছিলনা। নির্জন স্থানটিতে ব্যবসায়ীদের অস্ত্রের মুখে তীরে নামিয়ে আনে। মারধর করে নগদ ৬ লক্ষ টাকা, ১২ টি মোবাইল ফোন ঈদের বাজার করা পণ্য ও পোষাক সামগ্রী লুট করে ছেড়ে দেয়। এ সময় বাঁধা দিলে সুশান্ত বালা, আরফি, নজরুল, সোহেল, কাদিরকে পিটিয়ে আহত করে। ব্যবসায়ীদের সকলের বাড়ী মাদারীপুর জেলার দশার থানার বিভিন্ন গ্রামে। ব্যবসায়ী সুশান্ত বালা জানান, তালতলা-ডহুরী খাল দিয়ে বালিগাঁও হয়ে পদ্মায় যাওয়া সহজ। তাই পথেই যাতায়াত করছেন তারা। কিন্তু বৃহস্পতিবার রাতের বর্ণণা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। এ ব্যাপারে সদর থানার ওসি ইউনুচ আলী ভূইয়া বলেন, ডাকাতির ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
×