ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঈশ্বরদীর আওয়ামীলীগে কোন সন্ত্রাস,চাঁদাবাজ থাকবেনা: ভূমিমন্ত্রী

প্রকাশিত: ০০:৪৭, ১ জুলাই ২০১৬

ঈশ্বরদীর আওয়ামীলীগে কোন সন্ত্রাস,চাঁদাবাজ থাকবেনা: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ দলীয় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে এলাকাবাসী ও সদ্য নির্বাচিত সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে ভুমি মন্ত্রীকে নতুন করে ভিন্ন আঙ্গিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মন্ত্রী ঢাকা থেকে সড়ক পথে ঈশ্বরদীস্থ নিজ বাড়িতে ফেরেন । ফেরার পথে মুলাডুলি ও দাশুড়িয়া মোড়ে এবং মন্ত্রীর বাসভবনে আওয়ামীলীগ, ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়। এসময় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেন, ঈশ্বরদীতে সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। আওয়ামীলীগ নেতারা আওয়ামীলীগের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। দলের মধ্যে কোন সন্ত্রাস, চাঁদাবাজ থাকবেনা বলে মন্তব্য করছেন । মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সন্ত্রাস ও গুপ্তহত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার সন্ত্রাস, দুর্নীতি ও গুপ্ত হত্যাকারীদের প্রশ্রয় আগেও দেয়নি কখনোই দিবে না। মুলাডুলি, পাকশি, ছলিমপুর, লক্ষ্মীকুন্ডা, সাঁড়া, শাহাপুরের মানুষ সন্ত্রাস, দুর্নীতি ও গুপ্ত হত্যার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কাজেই ঈশ্বরদীতে আওয়ামীলীগেও কোন সন্ত্রাস-চাঁদাবাজদের জায়গা হবেনা।তিনি দুর্নীতি, সন্ত্রাস ষড়যন্ত্র ও গুপ্ত হত্যার বিরুদ্ধে সকলকে সোচ্চার থাকার আহ্বান জানান। এসময় ঈশ^রদীর সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।
×