ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র ও বৌদ্ধ বিহার এলাকায় পুলিশের বিশেষ নিরাপত্তা

প্রকাশিত: ০০:৪৪, ১ জুলাই ২০১৬

পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র ও  বৌদ্ধ বিহার এলাকায় পুলিশের বিশেষ নিরাপত্তা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্র এলাকার বিশেষ নিরাপত্তার জন্য একজন অফিসারের নেতৃত্বে ১০ সদস্যের পুলিশের একটি টিম নিয়োজিত থাকছে। আগামীকাল শনিবার থেকে পুলিশের এই টিম মধুপাড়া-নিশানবাড়িয়া তাপ বিদ্যুত নির্মাণ এলাকায় অবস্থান করবে। এছাড়া পায়রা সমুদ্র বন্দর প্রকল্প এলাকাসহ মেগাপ্রকল্প এলাকায় পুলিশের বিশেষ নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশনায় যে কোন ধরনের নাশকতা রোধে এ সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে পুলিশসুত্রে নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও কলাপাড়ার খ্রীস্টানপল্লীর প্যাগোডা, কুয়াকাটা ও মিশ্রিপাড়ায় রাখাইনদের বৌদ্ধবিহার এলাকায় বিশেষ নিরাপত্তার উদ্যোগ নেয়া হয়েছে। শুধু কুয়াকাটা কিংবা মিশ্রিপাড়া নয় উপজেলার বিভিন্ন রাখাইন পল্লীর মঠ ও বৌদ্ধবিহার এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ঈদ-উল-ফিতরের নয় দিনের ছুটিতে বিশেষ সতর্কাবস্থায় রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী এমন তথ্য নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ। এছাড়াও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় তালিকাভুক্ত কলাপাড়ার ১২ সন্ত্রাসীকে গ্রেফতার পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানা গেছে।
×