ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শ্রমিকের বকেয়া বেতন, বোনাস পরিশোধের দাবি সিপিবি’র

প্রকাশিত: ২৩:৫৯, ১ জুলাই ২০১৬

শ্রমিকের বকেয়া বেতন, বোনাস পরিশোধের দাবি সিপিবি’র

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে ঈদের আগেই বিশেষ ব্যবস্থায় সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন দল, সংগঠনের পক্ষ থেকে ২০ রোজার আগে সব শ্রমিকের কবেয়া বেতন-বোনাস পরিশোধের দাবি জানানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সব শ্রমিক বকেয়া বেতন, বোনাস পাননি। সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রমিক দেশের অর্থনীতিকে সচল রেখেছেন, সেই শ্রমিক ঈদে পরিবার-পরিজন নিয়ে আনন্দ করতে পারবেন না। এর চেয়ে দুঃখের আর কী হতে পারে! অথচ বকেয়া বেতন-বোনাস তাদের ন্যায্য পাওনা। বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, শ্রমিকদের ঈদ-বঞ্চিত রেখে দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কী করে ঈদ করবেন? রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর উচিত হবে, নিজেদের বেতন-বোনাস উত্তোলনের আগে শ্রমিকের বেতন-বোনাসের ব্যবস্থা করা।
×