ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈদে নৌ, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জাতীয় কমিটির

প্রকাশিত: ২৩:৫৮, ১ জুলাই ২০১৬

ঈদে নৌ, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জাতীয় কমিটির

স্টাফ রিপোর্টার ॥ ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সারা দেশে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)। যাত্রীদের ভোগান্তি লাঘবে কমিটির নেতারা ঢাকা নদীবন্দর (সদরঘাট টার্মিনাল) এবং মাওয়া ও পাটুরিয়া ফেরিঘাটসহ সকল মহাসড়ক, আন্ত:জেলা বাস টার্মিনাল ও রেলস্টেশনে ভ্রাম্যমান আদালত পরিচালনারও দাবি জানিয়েছেন। শুক্রবার জাতীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যুক্ত বিবৃতিতে এসব দাবি জানান। বিবৃতিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অগণিত মানুষ স্বজনদের সান্নিধ্য প্রত্যাশায় নৌ, সড়ক ও রেলপথে তাদের কাছে ছুটে যাচ্ছেন। কিন্তু সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় পথিমধ্যে নানা হয়রানী ও ভোগান্তির শিকার হচ্ছেন তাঁরা। জাতীয় কমিটির নেতৃবৃন্দ ঘরমুখী লাখ লাখ মানুষের যাত্রাপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা রোধে পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার এবং জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার দাবি জানান।
×