ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন জুলাই থেকে সড়ক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ চালু

প্রকাশিত: ২৩:৫৭, ১ জুলাই ২০১৬

তিন জুলাই থেকে সড়ক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ চালু

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ঈদ-উল-ফিতরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মনিটরিং টিমসমূহের কার্যক্রম সমন্বয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। আগামী তিন জুলাই থেকে নয় জুলাই পর্যন্ত মোট সাত দিন নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চলবে। বিআরটিএ’র এলেনবাড়িস্থ (তেজগাঁও) সদর দপ্তরে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নং- ০২-৯১৩০৬৬২, মোবাইল নং- ০১৯৬৬৬২২০১৯। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের যে কোন সড়ক মহাসড়ক কিংবা যোগাযোগ খাতে যে কোন সমস্যা উল্লেখিত নম্বরে জানানো যাবে। সে অনুযায়ি সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হবে।
×