ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জামিনে বেরিয়ে ইউপি সদস্যর নেতৃত্বে হামলা

প্রকাশিত: ২৩:১৮, ১ জুলাই ২০১৬

জামিনে বেরিয়ে ইউপি সদস্যর নেতৃত্বে হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জামিনে বেরিয়েই ইউপি সদস্য রিপন সরদারের নেতৃত্বে হামলা চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করে সংরক্ষিত সদস্যার স্বামীসহ তিনজনকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা বাজারে। জানা গেছে, অতিসম্প্রতি রাংতা গ্রামের একটি বিরোধীয় সম্পত্তির দখলকে কেন্দ্র করে ইউপি সদস্য রিপনের নেতৃত্বে হামলা চালিয়ে সংরক্ষিত ইউপি সদস্য নাজনীন বেগমের স্বামী মিজান হাওলাদারকে মারধর করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য রিপনকে প্রধান আসামি করে মামলা দায়েরের পর রিপন আদালতে আত্মসমর্পন করেন। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। এক সপ্তাহ কারাভোগ করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় রিপন জামিনে মুক্ত হয়। ওইদিন রাত দশটার দিকে রাংতা বাজারে পৌঁছে রিপন ও তার সহযোগীরা সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা নাজনীন বেগমকে ধাওয়া করে। তাকে না পেয়ে তার স্বামী মিজান হাওলাদারকে মারধর করে গুরুতরর আহত করা হয়। এসময় হামলাকারীরা মাহাবুব হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে লুটপাট চালিয়ে আরও দু’জনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত মিজানকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।
×