ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে নিহত সেবায়েত গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

প্রকাশিত: ২২:৫৫, ১ জুলাই ২০১৬

ঝিনাইদহে নিহত সেবায়েত গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ ঝিনাইদহের কাস্টসাগর রাধামদন গোপাল মঠের সেবায়েত শ্যামানন্দ দাস হত্যার ঘটনায় তাঁর গ্রামের বাড়ি নড়াইলের মুশুড়ী গ্রামে চলছে শোকের মাতম। নিহেতর স্বজনদের আহাজারিতে গ্রামজুড়ে শোকের নিস্তব্ধতা নেমে এসেছে। হত্যাকান্ডের খবর শুনে আশেপাশের এলাকার আত্মীয় স্বজনরা বাড়িতে ছুটে এসেছেন। প্রতিবেশিরাও সমবেদনা জানাতে এসে কান্নায় ভেঙ্গে পড়ছে। অসুস্থ্য বৃদ্ধ মা চারুবালা সরকার নির্বাক হয়ে বসে আছেন। শ্যামানন্দেও বাবা মারা গেছেন অনেক আগেই। নিহতের ভাবী তৃষ্ণা সরকার জানান, বৃহস্পতিবার রাতে ফোনে সর্বশেষ কথা হয়েছে। তিনমাস আগে বাড়িতে বেড়াতে এসেছিল। তার ভাইয়ের ছেলে বিদেশ থেকে বাড়িতে এসেছে। তার সঙ্গে দেখা করার জন্য আজ শুক্রবার সকালে শ্যামানন্দের গ্রামের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু জীবিত আর ফেরা হলো না। ভোরে মোবাইলের মাধ্যমে মৃত্যুও খবর পেয়েছি। নিহতের ভাই বড় ভাই বিশ্বনাথ সরকার তাঁর ভাইয়ের হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন ।
×