ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাউফলে ৫০ জন অটিজম শিশুকে ঈদের পোশাক প্রদান

প্রকাশিত: ২২:৪১, ১ জুলাই ২০১৬

বাউফলে ৫০ জন অটিজম শিশুকে ঈদের পোশাক প্রদান

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলে ৫০ জন অটিজম (প্রতিবন্ধী) শিশুকে ঈদের পোশাক উপহার দেয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে সুপার পাওয়ার নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বসে এ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। শাহজাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুপার পাওয়ারের পরিচালক জায়েদ মাহমুদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহজাদা, সাবেক মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতিু জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চু, বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মাই টিভির প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক, প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমান প্রমূখ। এওসব অটিজম (প্রতিবন্ধী) শিশুরা ঈদ উপহার হিসাবে নতুন পোশাক পেয়ে দারুন আনন্দিত হয়েছেন।
×