ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডোমারে ঢালাই শেষে ব্রীজ ভেঙ্গে পড়লো

প্রকাশিত: ২০:৫৮, ১ জুলাই ২০১৬

ডোমারে ঢালাই শেষে ব্রীজ ভেঙ্গে পড়লো

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ ঢালাই শেষে একটি নবনির্মিত ব্রীজ ভেঙ্গে পড়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নে। এলাকাবাসীর অভিযোগ নি¤œমানের কাজ করার কারনে এ পরিস্থিতি সৃস্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই ইউনিয়নের দক্ষিন কেতকীবাড়ি খয়রাতপাড়া হতে মখদুমুন বসুনিয়া মসজিদ সড়কে ত্রান মন্ত্রালয়ের অধিনে ৩২ লাখ টাকা ব্যয়ে এই ব্রীজটি নির্মান করা হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ব্রীজের ঢালাইয়ের কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান নিলয় এন্টারপ্রাইজ। ঠিকাদার মহিউদ্দিন আহমেদ ব্রীজটি নির্মানের শুরু থেকেই নি¤œমানের কাজ করে আসছিল। প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। এ অবস্থায় সন্ধ্যার পর ঢালাইয়ের কাজ শেষ হবার পরেই ব্রীজটি ভেঙ্গে পড়ে। আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে সংবাদিকরা গেলে ঠিকাদারের কোন প্রতিনিধিকে সেখানে পাওয়া যায়নি। এ ব্যাপারে ডোমার উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান বলেন ঘটনাটি শুনেছি। নিয়ম অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠানটিকে পুনরায় ব্রীজটি তৈরী করে দিতে হবে। এটি সম্পূন্ন ঠিকাদার প্রতিষ্ঠানের দায়ভার।
×