ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন আমতলী’র ইউএনও

প্রকাশিত: ২০:৫৪, ১ জুলাই ২০১৬

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন আমতলী’র ইউএনও

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান দু’ বছরের কর্মকাল শেষ করে অশ্রুসিক্ত নয়নে আমতলী থেকে শুক্রবার বিদায় নিয়েছেন। মো. মিজানুর রহমান আমতলী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দু’ বছর দায়িত্বপালন করেছেন। অতি সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে শরিয়তপুর কর্মস্থলে যোগ দেয়ার উদ্দেশ্যে শুক্রবার আমতলী ত্যাগ করেছেন। তার বিদায় সংবর্ধনা একাধিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ,উপজেলা পরিষদ ও পৌরসভা আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী পৌরসভা বিদায় সংবর্ধনার আয়োজন করে। পৌর মিলনাতয়নে বিশিষ্ট নাগরিক, জন প্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের উপস্থিতিতে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মৃধা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. এম এ কাদের মিয়া, বিআরডিবি চেয়ারম্যান জিএম ওসমানি হাসান, সাংবাদিক ভজহরি কুন্ডু প্রমুখ। বিদায়ী ইউএনও মো. মিজানুর রহমান আবেগ আপ্লুত কন্ঠে তার এ উপজেলায় দু ’বছরের কর্মময় জীবনের কোন ভুল-ত্রুটি করে থাকলে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন। অশ্রুসিক্ত নয়নে তিনি আরো বলেন আমার সরকারী বাস ভবনে কোন খাট ছিল না। শয়ন করেছি ফ্লোরে। আমার ডাইনিং টেবিল ছিল না। পরিবার পরিজন নিয়ে ফ্লোরে ভাত খেয়েছি। আমি অত্যান্ত সাধারণ পরিবারের সন্তান। সৎ জীবন যাপন আমার ব্রত। তাই আমতলী উপজেলা বাসী আমাকে ভালবাসার বন্ধনে আবদ্ধ করেছে। আমি যেখানে যাবো আমতলী বাসীর কথা চীরদিন স্বরনে রাখবো। তার বক্তব্য চলাকালে উপস্থিতি অথিতিদের অনেকের নয়ন থেকে অশ্রু ঝরেছে।
×