ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রংপুরের ঈদের শেষ সময়ে কেনাকাটা জমে উঠেছে

প্রকাশিত: ২০:৫৩, ১ জুলাই ২০১৬

রংপুরের ঈদের শেষ সময়ে কেনাকাটা জমে উঠেছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিভাগীয় শহর রংপুরের নামিদামী শপিংমল গুলোর চেয়ে কমদামি বাজারেই যেন ঈদের কেনাকাটা ভালভাবেই জমে উঠেছে। প্রতিবারের ন্যায় এবারো শহরের হনুমানতলার কমদামি মার্কেটে দূর-দুরন্ত থেকে ঈদের কাপড় চোপড় ক্রয় করতে নারী পুরুষ শিশু ছুটে আসছেন। এই কমদামি বাজারের সাথে রংপুরের নামিদামী শপিংমলগুলোতেও ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা জানায়, হনুমানতলায় প্রায় ১৩ বছর ধরে চলছে এই বাজার। ৮০ টি দোকান নিয়ে গড়ে উঠে এই বাজার। এলাকাবাসী ও খরিদ্দারা জানায় এসব দোকানে যে কোনো কাপড়ের গজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শাড়ি, থ্রিপিসসহ অন্যান্য কাপড়ের দামও বেশ কম। ঈদ যত এগিয়ে আসছে, ক্রেতাদের ভিড় বাড়ছে এই বাজারে। আজ শুক্রবার সকালে ক্রেতারা বলেন, এখানে নানা রকমের জামাকাপড় পাওয়া যায়। দামও অন্যান্য বাজার থেকে কম। তাই এখানেই বাড়ির সকলের জন্য ঈদের জামা কাপড় কেনা হচ্ছে। এখানে অনেকে তাদের বাড়িতে ভাই বোনদের জন্য কাপড় কিনছে। ক্রেতারা আরো জানায় এই বাজারে যে কাপড় ৫০ টাকায় পাওয়া যায় সেই একই কাপড় বড় বাজারে বা শপিংমলে অনেক বেশি দামে কিনতে হয়।
×