ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রেফতার-২

নাগঞ্জ বন্দরে দু’গ্রুপের সংঘর্ষ ॥ শিশু গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৮:৪৯, ১ জুলাই ২০১৬

নাগঞ্জ বন্দরে দু’গ্রুপের সংঘর্ষ ॥ শিশু গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ জুন ॥ বন্দরের ইস্পাহানী বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে দুটি গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাসুম (১০) নামে এক শিশু ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আবুল কালাম বাসু, মোস্তফা, হোসেন, মাসুদ ও নাদিম নামে আরও ৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে। রাত নয়টা পর্যন্ত স্থানীয় পুলিশ ঘটনাটি তেমন কিছুই হয়নি বলে জানান। রাত সাড়ে নয়টায় বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ইস্পাহানী বাজার এলাকায় প্রাধান্য বিস্তার নিয়ে জহির-বাসু গ্রুপের সঙ্গে খান মাসুম গ্রুপের ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে কোন গুলিবর্ষণ অথবা কোন শিশুর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার এসআই অখিল ২ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে জাহাঙ্গীর ও হানিফ।
×