ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঔদ্ধত্যপূর্ণ আচরণ-অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাসপেন্ড

প্রকাশিত: ০৬:০১, ১ জুলাই ২০১৬

ঔদ্ধত্যপূর্ণ আচরণ-অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাসপেন্ড

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায়’ ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। বৃহস্পতিবার আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জুয়েল রানার বিরুদ্ধে প্রধান বিচারপতি সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত, অশালীন, অসংযত, মিথ্যা অভিযোগ উল্লেখসহ জিএ কমিটির সদস্যদের ‘আন্ডারমাইন করে’ দরখাস্ত দাখিলের অসদাচরণের অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো গুরুতর হওয়ায় সুপ্রীমকোর্ট তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দিয়েছে। তাই জুয়েল রানাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে সরকারী কর্মচারী বিধি অনুসারে সাময়িক বরখাস্ত করা হলো বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
×