ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাক্ষীদের নিরাপত্তায় কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

প্রকাশিত: ০০:১৬, ৩০ জুন ২০১৬

সাক্ষীদের নিরাপত্তায় কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার॥ ফৌজদারি মামলায় সাক্ষীদের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয় রুল জারি করেছেন হাইকোর্ট। এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র ঠাকুর ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন।এর আগে গত ডিসেম্বরে ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তি এবং সাক্ষীদের নিরাপত্তা নিশ্চয়তায় আইন করতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আগে করা আবেদন নিষ্পত্তি ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সাক্ষী ও তার পরিবারকে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার, কোতয়ালী থানার ওসি, তদন্ত কর্মকর্তা এসআই শিবু প্রসাদ চন্দ্র ও আসামী অশোক বিশ্বাসসহ ১০ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল জারির বিষয়টি সাংবাদিকদের জানান, আইনজীবী চৌধুরী সামসুল আরেফিন। আদালতে বৃহস্পতিবার আবেদনের পক্ষে শুনানি করেন চৌধুরী সামসুল আরেফিন। সঙ্গে ছিলেন এ্যাডভোকেট ফাহিমা বাররীন ইবা।
×