ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমকামী-উভকামী নয়, শুধু রূপান্তরকামীদেরই সংরক্ষণ: সুপ্রিম কোর্ট

প্রকাশিত: ২৩:১০, ৩০ জুন ২০১৬

সমকামী-উভকামী নয়, শুধু রূপান্তরকামীদেরই সংরক্ষণ: সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক ॥ শুধুমাত্র রূপান্তরকামীরাই সরকারি সংরক্ষণের সুবিধা পাবেন, সমকামী বা উভকামীরা নন। রায় দিল সুপ্রিম কোর্ট। রূপান্তরকামীদের জন্য শিক্ষা-চাকরি-সহ নানা ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা এখনও চালু না হওয়ায় কেন্দ্রীয় সরকারকে সর্বোচ্চ আদালতের মৃদু ধমকও শুনতে হল বৃহস্পতিবার। ২০১৪ সালে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। ২০১৫ সালে সর্বোর্চ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে। কিন্তু তখনই প্রশ্ন উঠে গিয়েছিল, তৃতীয় লিঙ্গ হিসেবে ঠিক কাদের ধরা হবে? বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, রূপান্তরকামীদেরই তৃতীয় লিঙ্গ হিসেবে ধরা হবে। কিন্তু কেউ রূপান্তরকামী না হয়েও যদি সমকামী বা উভকামী হন, তা হলে তাঁকে তৃতীয় লিঙ্গ হিসেবে ধরা হবে না। সংরক্ষণ পাওয়ারও প্রশ্ন উঠছে না। এই ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট এ দিন ভারত সরকারকে নির্দেশ দিয়েছে, খুব দ্রুত তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণের ব্যবস্থা চালু করতে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×