ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে সাঁওতাল বিদ্রোহের ১৬১ তম বর্ষপূতি পালিত

প্রকাশিত: ২২:০৩, ৩০ জুন ২০১৬

পার্বতীপুরে সাঁওতাল বিদ্রোহের  ১৬১ তম বর্ষপূতি পালিত

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ পার্বতীপুরে জাতীয় আদিবাসী পরিষদের ব্যানারে সাঁতাল বিদ্রোহের ১৬১তম বর্ষপূতি পালিত হয়েছে । স্থানীয় অডিটরিয়ামে এ সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে আদিবাসী নারী পরিষদের সভাপতি বাসন্তি মুরমু বলেন, একাত্তরে আদিবাসীরাও জীবন বাজী রেখে ঝাপিয়ে পড়েছিল মহান মুক্তি সংগ্রামে । তারপরও তারা পায়নি আত্ম পরিচয়ের স্বীকৃতি ও মর্যদা । নিজের ভূমিতে তারা পরবাসী। যে ভূমিতে তারা মা হিসেবে গন্য করে সেই ভূমি থেকে তারা প্রতিনিয়ত উচ্ছেদ হচ্ছে। এ প্রেক্ষিতে আজকের দিনে সরকারের নিকট ভূমি সমস্যার সমাধানের দাবী জানান । আলোচনা অনুষ্ঠানে পার্বতীপুর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ নূরুল আমিন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের বিশিষ্ট নেতা নীলকান্ত মহন্ত , জাতীয় আদিবাসী পরিষদের পার্বতীপুর শাখার সভাপতি রমেশ হাজদা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। এ উপলক্ষে দিনব্যাপী ছিল নানা অনুষ্ঠানমালা । এতে অত্র অঞ্চলের কমপক্ষে ২ হাজার আদিবাসী নারী পুরুষ , শিশু তাদের জাতীয় পোষাকে সজ্জিত হয়ে যোগ দেয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় সাঁওতাল নৃত্য-গীত ।
×