ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রায়পুরে বিনামুল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২২:০০, ৩০ জুন ২০১৬

রায়পুরে বিনামুল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ ও ইফতার মাহফিল

সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নেতাকর্মীদের মাঝে এ বই ও গাছের চারা বিতরণ করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে ই্ফতার ও দোয়া মাহফিলের আযোজন করা হয়। এতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভঅর সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইউচুফ আজম সিদ্দিকী , উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ বিন জাকারিয়া, সাবেক পৌর সভাপতি পীরজাদা সৌরভ হোসেন, ছঅত্রলীগনেতা রিজবী, তারেক আজিজ জনি, মোঃ মহসিন, ইমাম হোসেন প্রমুখ। পৌর ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদ্দাম হোসেন জানান, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও ফলজ গাছের চারা বিতরন কর্মসূচি হাতে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পৌর ছাত্রলীগের কর্মীদের ২০টি অসমাপ্ত আত্মজীবনী বই ও একশ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
×