ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ৬৪ হাজার পরিবার পাচ্ছেন ২০ কেজি করে চাল

প্রকাশিত: ২০:৫১, ৩০ জুন ২০১৬

কলাপাড়ায় ৬৪ হাজার পরিবার পাচ্ছেন ২০ কেজি করে চাল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ায় ৬৪ হাজার ৫১৬ পরিবার পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ এর চাল পাচ্ছেন। এজন্য ইতোমধ্যে ১২৯০ দশমিক ৩২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। ১২ টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভার দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি, পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদানের সরকারি সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন শুরু হয়েছে। পাশাপাশি এ চালের এক পঞ্চমাংশ কালোবাজারে বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে ঠিকমতো সরকারের দেয়া খাদ্য সহায়তা দুঃস্থ ও অতিদরিদ্র মানুষ পাবেন কিনা তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে এ চাল বিতরনে কোন ধরনের অনিয়ম হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দুঃস্থ মানুষ যেন সঠিকভাবে এ চাল পেতে পারেন এ জন্য প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে তদারকি কর্মকর্তা রয়েছেন। মানুষের মন্তব্য যে সংখ্যক পরিবারকে এ চাল বরাদ্দ দেয়া হয়েছে তাতে শতকরা ৯০ ভাগের বেশি পরিবার সরকারের এ খাদ্য সহায়তা পাওয়ার কথা।
×