ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ্যারিজোনায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত

প্রকাশিত: ২০:২১, ৩০ জুন ২০১৬

অ্যারিজোনায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত

অনলাইন ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের আদালতে শুনানির পর ওই ভবনের বাইরে এক ব্যক্তির গুলিতে দুই নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় আইনি বিবাদের জের ধরে ওই দুই নারীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অ্যারিজোনা কর্তৃপক্ষ জানিয়েছে। কাউন্টি কর্মকর্তারা জানান, হামলাকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁরা জানান, গুলিবর্ষণকারী ওই ব্যক্তিকে নাভাজো কাউন্টির সুপিরিয়র আদালতের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। শুনানি শেষে ওই আদালত ভবনের বাইরেই দুই নারীকে গুলি করেন তিনি। নাভাজো কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বিবদমান একটি বিষয় নিয়ে আদালতে শুনানির পর আদালতের বাইরে আলোচনার সময় একপক্ষ আরেক পক্ষের ওপর গুলি চালায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই নারী ও গুলিবর্ষণকারীর পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
×