ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের অলিম্পিক দলে নেইমারের সঙ্গে কস্তা

প্রকাশিত: ১৯:৫৮, ৩০ জুন ২০১৬

ব্রাজিলের অলিম্পিক দলে নেইমারের সঙ্গে কস্তা

অনলাইন ডেস্ক॥ ঘরের মাঠে অনুষ্ঠিত রিও অলিম্পিক টুর্নামেন্টের ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। অলিম্পিকের জন্য নির্ধারিত কোচ রজেরিও মিকেলের ঘোষিত ওই স্কোয়াডে দলীয় অধিনায়ক নেইমারের সঙ্গে জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখ তারকা দগ্লাস কস্তা এবং পালমেইরাসের ৩৮ বছর বয়সী গোলরক্ষক ফের্নান্দো প্রাস। খবর বিবিসির। অলিম্পিকে তিনবার শিরোপার খুব কাছে গিয়েও স্বর্ণ পদক গলায় ঝুলানো হয়নি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। প্রতিবারই রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে এবার ঘরের মাঠে অনুষ্ঠিত রিও অলিম্পিকে সেই আক্ষেপ ঘুচাতে সেলেসাওরা যে কতটা মরিয়া তা দেখা গেছে সদ্য সমাপ্ত কোপা আমেরিকার দল দেখে। অলিম্পিকে খেলানোর জন্য কোপা আমেরিকায় নেইমারের মতো তারকাকে দলের বাইরে রাখা হয়। যার পরিণতিতে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। আসলে কোপায় অংশ নিলে অলিম্পিকে অংশ নিতে পারতেন না নেইমার। বার্সেলোনার সঙ্গে সেরকম চুক্তি হয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের। ব্রাজিলের স্কোয়াড: গোলরক্ষক: ফের্নান্দো প্রাস, ইলসন। ডিফেন্ডার: লুয়ান, রদ্রিগো কাইয়ো, মারকুইনস, দগ্লাস সান্তোস, জিকা, উইলিয়ান মিডফিল্ডার: রাফিনহা, রদ্রিগো দুয়ারদো, ফ্রেড, থিয়াগো মায়িয়া, ফিলিপ অ্যান্ডারসন। ফরোয়ার্ড: নেইমার, দগ্লাস কস্তা, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসাস, লুয়ান।
×