ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গবেষকদের দাবি॥ গরমেই বাড়ছে অপরাধ

প্রকাশিত: ১৯:৪৩, ৩০ জুন ২০১৬

গবেষকদের দাবি॥ গরমেই বাড়ছে অপরাধ

অনলাইন ডেস্ক॥ মাথা গরম হলে ঝামেলায় জড়ান অনেকে। আর এই মাথা গরমের পিছনে যে বিশ্ব উষ্ণায়নের হাত আছে, তা কে জানত? বিজ্ঞানীরা অন্তত তেমনটাই বলছেন। তাঁদের দাবি, উষ্ণায়নের কারণেই বাড়ছে অসহিষ্ণুতা। মানুষ হয়ে উঠছে আরও অধৈর্য এবং হিংস্র!‌ বলছেন ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সারা বিশ্ব জুড়ে বিগত কয়েক বছরে অপরাধের হার দ্রুত বাড়ছে। এর পিছনে উষ্ণায়নকেই দায়ী করেছেন গবেষকরা। গবেষকরা দেখিয়েছেন, যে দেশের গড় তাপমাত্রা যত কম, সেখানে অপরাধের বৃদ্ধির হার ততই কম। সবচেয়ে বেশি অপরাধ হয়েছে নিরক্ষরেখার নিকটবর্তী দেশগুলোতে। যেখানে তাপমাত্রা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। গবেষকদলের প্রধান ব্র্যাড বুশম্যান বলেছেন, ‘মানুষের মানসিকতা পরিবর্তনে পরিবেশের তাপমাত্রা বিরাট প্রভাব ফেলে। সেটাই আমরা একটা মডেলের মাধ্যমে দেখিয়েছি। যে বছর গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমেছে, সেই বছরেই অপরাধের বৃদ্ধিও কমে যায়। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যৌন অপরাধই সবচেয়ে বেশি বেড়েছে।’ তাপমাত্রা বাড়ার সঙ্গে আরও একটা জিনিসকে অপরাধ বৃদ্ধির জন্য দায়ী করেছেন বুশম্যানরা। বলেছেন, ‘বর্তমানে বহু জায়গাতেই আবহাওয়ার খামখেয়ালি পরিবর্তন ঘটে। বৃষ্টি, শীত সবই কোনও বছর কম হচ্ছে, তো কোনও বছর বেশি। তাপমাত্রার এই খামখেয়ালি আচরণেও মানু্ষ অবচেতনে তিতিবিরক্ত হয়ে পড়ছেন। সেটাও অপরাধ বৃদ্ধির একটা বড় কারণ।’
×