ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৬, ৩০ জুন ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৬. একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালরি চাহিদার শতকরা কত ভাগ স্নেহ পদার্থ থেকে আসা উচিত? ক) ৫%-১০% খ) ১০%-১৫% গ) ৮%-১২% ঘ) ১২%-১৫% ১৭. স্নেহ ও প্রোটিনের যৌগ হলো- ক) স্নেহ প্রোটিন খ) লাইপোপ্রোটিন গ) হাইপো প্রোটিন ঘ) অযৃগ্ম প্রোটিন ১৮. এরি হ্রদে কোনটির মাত্রা অনেক বেড়ে গিয়েছিল? ক) নাইট্রেট খ) ফসফেট গ) সালফেট ঘ) সোডিয়াম ক্লোরাইড ১৯. ইথিলিনকে কত বায়ুচাপ পলিথিনে রুপান্তরিত করা যায়? ক) ৮০০-১০০০ খ) ১০০০-১২০০ গ) ১২০০-১৪০০০ ঘ) ১৪০০-১৬০০ ২০. লিমুলাস জীবাশ্মের- র. উদ্ভব ঘটেছিল প্রায় ৪০০ মিলিয়ন বছর পূর্বে রর. উদ্ভব ঘটেছিল প্রায় ৪৫০ মিলিয়ন বছর পূর্বে ররর. সমসাময়িক অন্যান্য আর্থ্রোপোডা বিলুপ্ত হয়ে গেছে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. ফসলের ধরন পরিবর্তন করে কোনটি করা যায়? ক) দূষণ খ) দূষণ রোধ গ) উর্বরতা বৃদ্ধি ঘ) রাশিয়া ২২. কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানো হয় কো এসিব ব্যবহার করে? ক) এসিটিক এসিড খ) বেকিং সোডা গ) ল্যাকটিক এসিড ঘ) অক্সালিক এসিড ২৩. আমাদের দেশেথ কালটার স্প্রে করা হয় কোন ফলের গাছে? ক) কাঁঠাল খ) কলা গ) আম ঘ) আনারস ২৪. উন্নত বিশ্বের প্রতিটি দেশ কোন ক্ষেত্রে উন্নত? ক) শিল্পে খ) সংস্কৃতিতে গ) ফসল চাষে ঘ) মাছ চাষে ২৫. জৈব এসিড সমৃদ্ধ ফল- র. আম রর. জলপাই রর. লেবু নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৬. সমংস্থ অঙ্গের- র. অভ্যন্তরীণ কাঠামো এক রর. কাজ ভিন্ন ভিন্ন হতে পারে ররর. উৎপত্তি এক ধরনের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. প্রোটিনধর্মী জৈব পদার্থগুলো হলো- র. গ্লুকোজ রর. অ্যালবুমিন ররর. প্রোথ্রম্বিন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. হার্বাট স্পেনার ছিলেন- র. দার্শনিক রর. গণিতজ্ঞ ররর. শিক্ষাবিদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৯. কোন স্তরে শিলাচূর্ণ থাকে? ক) ঢ স্তরে খ) ণ স্তরে গ) ত স্তরে ঘ) ত স্তরেরর নিচে ৩০. পরিস্রাবণে- র. পানি জীবাণুমুক্ত হয় নাস রর. অদ্রবণীয় পদার্থ দূর হয় ররর. আর্সেনিক জাতীয় পদার্থ দূর হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩১. ভেন্ট্রিকলের সিস্টোল অবস্থায় কোনটি ঘটে? ক) বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে খ) ট্রাইকাসপিড কপাটিকা খোলা থাকে গ) সেমিলুনার কপাটিকা বন্ধ থাকে ঘ) সেমিলুনার কপাটিকা খোলা থাকে ৩২. লেন্সের ক্ষমতার- র. প্রচলিত একক হলো ডাইঅপ্টার রর. এস, আই, একক হলো রেডিয়াম/মিটার ররর. এস, আই একক হলো মিটার/রেডিয়ান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. তিনটি মনোমার হলে উৎপন্ন পদার্থটি কয়টি মনোমার থাকবে? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি ৩৪. কোনো কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলে? ক) এসিড খ) ক্ষারক গ) এসিডিটি ঘ) ক্ষারকত্ব ৩৫. কোনটির দ্বারা বোঝা যায় পানি বা জলীয় দ্রবণ এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ? ক) তাপমাত্রা খ) সমচাপ গ) ঢ়ঐ ঘ) শিশিরাঙ্ক ৩৬. পানি দূষণের কারণ- র. নর্দমার আবর্জনা রর. শিল্পের আবর্জনা ররর. তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. ছেলে ও মেয়েদের শারীরিক পরিবর্তনের পাশাপাশি কোন পরিবর্তন হয়? ক) মানসিক খ) চিন্তাশীল গ) অভ্যাসগত ঘ) দৈহিক ৩৮. কোনটি খাদ্যের মুখ্য উপাদান? ক) ভিটামিন খ) শর্করা গ) পানি ঘ) খনিজ লবণ ৩৯. দুর্বল এসিড- র. দ্রবণে আংশিক বিয়োজিত হয় রর. অক্সালিক এসিড ররর. অজৈব যৌগও হতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১৬. (খ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (খ) ২১. (খ) ২২. (খ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (ঘ) ২৯. (গ) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ঘ) ৩৭. (ক) ৩৮. (ঘ) ৩৯. (ঘ)
×