ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ জুন ২০১৬

এআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ হাবিবুর রহমানকে ১ জুলাই ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ মেয়াদ কালের জন্য পুনর্নিয়োগ প্রদান করা হয়েছে। খ্যাতনামা এ ব্যাংকার ২০১৩ সালের ১ জুলাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীর্ষ দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ এর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি এ বছর ২ হাজার কোটি ডলারের পোশাক রফতানি করবে ভারত চলতি অর্থবছরে পোশাক রফতানি থেকে আয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার কোটি ডলার নির্ধারণ করেছে ভারত। যা গত অর্থবছরের তুলনায় প্রায় সোয়া ৩শ’ কোটি ডলার বেশি। খাতটি নিয়ে দেশটির সরকার সম্প্রতি নতুন উদ্যোগ গ্রহণ করায় তা সম্ভব হবে বলে জানিয়েছেন এক শিল্প কর্মকর্তা। গত সপ্তাহে লোকসভা টেক্সটাইল ও এ্যাপারেল খাতের জন্য ৬ হাজার কোটি রুপীর প্যাকেজ অনুমোদন করেছে। এর লক্ষ্য তিন বছরের মধ্যে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পোশাক রফতানি থেকে ৩ হাজার কোটি ডলার আয় করা। বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পোশাক রফতানি থেকে ভারতের আয় ১ হাজার ৬৮০ কোটি ডলার। চলতি ২০১৭ অর্থবছরে তা গিয়ে দাঁড়াবে ২ হাজার কোটি ডলারে। ভারতীয় গার্মেন্টস মালিকদের সংস্থার (সিএমএআই) সভাপতি রাহুল মেহতা বলেন, সরকারের বিশেষ প্যাকেজ শুধু বিনিয়োগকারীদের বিনিয়োগেই আকৃষ্ট করবে না। -অর্থনৈতিক রিপোর্টার ১৪ লাখ গাড়ি প্রত্যাহার করতে যাচ্ছে টয়োটা এয়ারব্যাগে ত্রুটি ধরা পড়ায় সারা বিশ্ব থেকে ১৪ লাখ ৩০ হাজার গাড়ি প্রত্যাহার করতে যাচ্ছে জাপানের বিশ্বখ্যাত অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটা। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রত্যাহারের তালিকাভুক্ত গাড়িগুলো হচ্ছে প্রিয়াস ও লেক্সাস মডেল। এগুলো ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে বাজারে ছাড়া হয়। এয়ারব্যাগে ত্রুটির কারণে সম্প্রতি টয়োটা ও অন্যান্য প্রতিষ্ঠানের গাড়ি প্রত্যাহারের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে তারা বিশ্বব্যাপী লাখ লাখ গাড়ি প্রত্যাহার করেছে। সেসব গাড়িতে জাপানী সরবরাহকারী প্রতিষ্ঠান টাকাটার এয়ারব্যাগ লাগানো ছিল। তবে সর্বশেষ ঘটনায় প্রতিষ্ঠানটির এয়ারব্যাগের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এক বিবৃতিতে টয়োটা জানিয়েছে, গত কিছুদিনের মধ্যে গাড়ির এয়ারব্যাগে ত্রুটি ধরা পড়লেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। -অর্থনৈতিক রিপোর্টার
×