ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দৃষ্টি থাকবে রোনাল্ডো-লেভানডোস্কির ওপরই

প্রকাশিত: ০৬:৩৭, ৩০ জুন ২০১৬

দৃষ্টি থাকবে রোনাল্ডো-লেভানডোস্কির ওপরই

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লীগে আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। সেমিফাইনালে জায়গা করে নিতে প্রথম দিনেই মাঠে নামছে পর্তুগাল ও পোল্যান্ড। তবে মার্শেইতে অনুষ্ঠিত এই ম্যাচে সবার দৃষ্টি থাকবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর রবার্ট লেভানডোস্কির ওপর। ক্লাব ফুটবলে দুই তারকাই অপ্রতিরোধ্য। রিয়াল মাদ্রিদকে যেমন সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তেমনি বেয়ার্ন মিউনিখকে রবার্ট লেভানডোস্কি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বেও পর্তুগালকে শেষ ষোলোর টিকেট উপহার দিতে সি আর সেভেনের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে কারিশমার করা একমাত্র গোলেও অবদান ছিল রিয়াল তারকার। যে কারণে পোল্যান্ডের বিপক্ষে শেষ আটের ম্যাচেও পর্তুগালের বড় ভরসার নাম রোনাল্ডো। দেশটির রক্ষণসৈনিক জোসে ফোন্তেও ইউরোতে রোনাল্ডোর পারফর্মেন্সের প্রশংসায় পঞ্চমুখ। রোনাল্ডো-ন্যানিদের মতো খেলোয়াড়দের পেয়ে নিজেদের সৌভাগ্যবান বলেই মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে ফোন্তে বলেন, ‘আমাদের সুযোগ সবসময়ই আছে। আমরা রোনাল্ডো-ন্যানি, কারিশমা এবং জোয়াও মারিওর মতো ফুটবলার দলে পেয়েছি।’ তবে পর্তুগালের বিপক্ষে ম্যাচটা যে খুব সহজ হবে না সতীর্থদের সেটাও জানিয়ে দিয়েছেন ফোন্তো। এ প্রসঙ্গে সাউদাম্পটনের অধিনায়ক এবং পর্তুগালের অভিজ্ঞ রক্ষণসৈনিক বলেন, ‘পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে। কারণ তাদের সব ধরনের যোগ্যতাই রয়েছে। আমাদের তৈরি থাকতে হবে। কেননা যোগ্যতা না থাকলে আর কোয়ার্টার ফাইনালে উঠতে পারত না তারা।’ পর্তুগালের রিয়াল তারকা ক্রিশ্চিয়ানোর প্রশংসায় পঞ্চমুখ পোলিশ গোলরক্ষক উজসিচ সেজনিও। ম্যাচের আগে তিনি বলেন, ‘দল হিসেবে পর্তুগাল অসাধারণ। তাদের দলটিতে রয়েছে রোনাল্ডোর মতো ফুটবলার। যদিওবা অনেকেই বলছেন যে, সে তার সেরা ফর্মে নেই তারপরও আমি আমার দলে রোনাল্ডোকেই পেতে চাইব।’ শুধু রোনাল্ডো নন, রেনাতো সাঞ্চেসের পারফর্মেন্সেও মুগ্ধ পোল্যান্ডের গোলরক্ষক। তার মতে, ‘রোনাল্ডো ছাড়াও রেনাতো সাঞ্চেসের পারফর্মেন্সে আমি মুগ্ধ। যদিওবা সে এখনও ততটা পরিণত নয় তারপরও সফল হওয়ার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।’ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবার নতুন রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ভিন্ন টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। তার সামনে এবার নতুন মাইলফলকের হাতছানি। ইউরোতে তার বর্তমান গোলসংখ্যা ৮। অবস্থান দুইয়ে। আর মাত্র ১ গোল করতে পারলেই সর্বোচ্চ ৯ গোল করা মিচেল প্লাতিনির রেকর্ডে ভাগ বসাবেন সি আর সেভেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সর্বোচ্চ ১৩ গোল করেছেন পোল্যান্ডের রবার্ট লেভানডোস্কি। মূল মঞ্চে তাই বেয়ার্ন তারকার ওপর অতিরিক্ত দৃষ্টি ছিল সমর্থকদের। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত কোন গোলই করতে পারেননি এই পোলিশ তারকা। তাহলে কী আজ পর্তুগালের বিপক্ষেই জ্বলে উঠবেন তিনি? সমর্থকদের সেটাই এখন দেখার অপেক্ষা। তবে লেভানডোস্কির ওপর যথেষ্ট আস্থা রয়েছে পোল্যান্ডের। বেয়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলারের পারফর্মেন্স নিয়ে মোটেই উদ্বিগ্ন নয় কেউ। এ প্রসঙ্গে দেশটির সহকারী কোচ হুবার্ট মালোইজেস্কি বলেন, ‘রবার্টকে নিয়ে আমরা মোটেই চিন্তিত নই।’ ইউরো শুরুর আগ পর্যন্ত মুড়িমুড়কির মতোই গোল করেছেন লেভানডোস্কি। কিন্তু ফ্রান্সে পৌঁছেই যেন গোল করতে ভুলে গেছেনে তিনি। তবে এই ধরনের বড় তারকার ক্ষেত্রে অফ ফর্মটা খুব দীর্ঘ হয় না। তাই তো বেশ সতর্ক পর্তুগালের রক্ষণসৈনিক জোশে ফোন্তে। এ প্রসঙ্গে ম্যাচের আগে তিনি বলেন, ‘লেভানডোস্কি দারুণ ফুটবলার। তবে আমাদের সাপোর্টস্টাফরা আমাদের প্রচুর তথ্য দিয়েছেন পোল্যান্ডের দল সম্পর্কে। তাই তাদের বিপক্ষে ম্যাচে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’
×