ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তাবেলা হত্যা মামলা

বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশীট, ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:০৫, ৩০ জুন ২০১৬

বিএনপি নেতার বিরুদ্ধে চার্জশীট, ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমের বিরুদ্ধে চার্জশীট দায়েরের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ মিছিল হয়। বিএনপি কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি শুরু হয়ে বিজয় নগর নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বাড্ডা থানা বিএনপির সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক শামসু, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ, সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াৎ হোসেন সৈকত, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল, প্রথম যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, রামপুরা থানার সভাপতি আদিবুল হক আল আমিন প্রমুখ। ঈদের আগে শফিক রেহমান, মাহমুদুর রহমান ও মান্নার মুক্তি দাবি ॥ ঈদের আগেই সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি করেছেন ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিদাতারা হলেন সাবেক ডাকসু ভিপি ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা আমান উল্লাহ আমান, সাবেক ডাকসু জিএস খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রদল সভাপতি ফজলুল হক মিলন, ডাকসু এজিএস ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন আলম, সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ছাত্র নেতা সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ ও সালাউদ্দিন তরুন প্রমুখ।
×