ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি ॥ তিনজনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৪:০৬, ৩০ জুন ২০১৬

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি ॥ তিনজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর আদালতে বগুড়ার আদমদীঘিতে স্ত্রীকে শ্বাসরোধ ও পায়ের রগ কেটে হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদ- দেয়া হয়েছে। একই মামলায় অপর তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও এক বছর কারাদ- দেয়া হয়। বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহম্মেদ খলিলুর রহমান এ রায় দেন। মৃত্যুদ-প্রাপ্ত ব্যক্তি হলেন- আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আবদুল করিমের ছেলে সোহেল ইবনে করিম। আর যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার সরকারপাড়া গ্রামের মনিরুজ্জামান সরকারের ছেলে শাকিল সরকার, আদমদীঘি উপজেলার সন্তোষ চন্দ্র ঘোষের ছেলে সেনগুপ্ত ঘোষ এবং দুপচাঁচিয়া উপজেলার বাটাহারা গ্রামের খয়বর আলী ফকিরের ছেলে আহাদ আলী। রায় ঘোষণার সময় আসামি শাকিল ও সেনগুপ্ত আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। তবে মৃত্যুদ-প্রাপ্ত সোহেল ও আহাদ আলী এ মামলায় গ্রেফতার হওয়ার পর জামিন নিয়ে পলাতক আছে। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁশলি এন্তাজুল হক বাবু জানান, ভিকটিম শিরিন আক্তার (২৫) সোহেল ইবনে করিমের তালাক দেয়া স্ত্রী ছিলেন। নানা কারণে সোহেল তাকে হত্যার হুমকি দিতেন। ২০১২ সালের ১৩ ডিসেম্বর বিকেলে আসামিরা একটি মাইক্রোবাসে করে আদমদীঘি উপজেলার মুরইল গ্রামে শিরিন আক্তারের বাবা আজিজার রহমানের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়িতে তার বাবা-মা না থাকার সুযোগে আসামিরা তাকে জোর করে বাড়ির পেছনে নিয়ে যায়। এরপর তারা তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার দুই পায়ের রগও কেটে দেয়া হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। ২০১৩ সালের ২৬ আগষ্ট শিরিন আক্তার মারা যান।
×