ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

ঈদ উৎসবে সালমানের ॥ ‘সুলতান’

প্রকাশিত: ০৩:৫২, ৩০ জুন ২০১৬

ঈদ উৎসবে সালমানের ॥ ‘সুলতান’

বিগত বেশ কয়েক বছর ধরে বলিউডে ঈদ উৎসব মানেই সালমান খানের নতুন সিনেমা। ‘ওয়ান্টেড’, ‘দাবাঙ’, ‘বডিগার্ড’, ‘রেডি’, ‘এ কথা টাইগার’, ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’- সালমানের ব্লকবাস্টার ছবিগুলো ঈদ উৎসবেই মুক্তি পেয়েছে। আজকাল সাল্লু ভাই অভিনীত সিনেমাগুলো ঈদ উৎসবে মুক্তি দেয়ার টার্গেটে তৈরি হয়। সেভাবেই পরিকল্পনা করেন নির্মাতারা। এবারের ঈদ উৎসবও এর ব্যতিক্রম নয়। গত বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে সালমান খানের নতুন সিনেমা ‘সুলতান’। বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ইয়ংাশ রাজ ফিল্মসের ব্যানারে ‘সুলতান’ ছবিটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক আলী আব্বাস জার। এর আগে তিনি ‘মেরে ব্রাদার কী দূরহান’ এবং ‘গুন্ডে’র মতো বক্স অফিস কাঁপানো ব্যবসাসফল সিনেমা পরিচালনা করেছেন। ‘সুলতান’ ছবির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন সালমান খান। হারিয়ানার একজন কৃতী কুস্তিগীর সুলতান আলী খানের ভূমিকায় রূপদান করেছেন তিনি। ৫০ বছর বয়সী সালমান বলিউডে অভিনয় করছেন গত ২৮ বছর ধরে। অভিনয় জীবনে বিচিত্র রোলে তাকে দেখা গেছে রূপালি পর্দায়। তবে কুস্তিগীরের ভূমিকায় এবারই প্রথম অভিনয় করেছেন সাল্লু ভাই। হারিয়ানার ছোট্ট শহরের একজন কুস্তিগীর সুলতান আলী খান আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের পক্ষ হয়ে অংশগ্রহণ করে শিরোপা জিতেছেন। ২০১০ সালে দিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে কুস্তিগীর হিসেবে শিরোপা জয়ের মাধ্যমে তার সাফল্যের শুভ সূচনা হয়েছিল। এরপর ২০১১ সালে তিনি ফিলা রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং ২০১২ সালে লন্ডন অলিম্পিক গেমসে তিনি শিরোপা জয়ী হন। সুলতানের পেশাগত এবং ব্যক্তিজীবনের ঘাত-প্রতিঘাত সাফল্য, ব্যর্থতা সবই তুলে ধরা হয়েছে এ ছবিতে। তার প্রেম রোমান্সের পর্ব ও বাদ যায়নি। সুলতানের প্রেমিকা চরিত্রে রপদান করেছেন আনুস্কা শর্মা। তার অভিনীত চরিত্রের নাম আরফা, সেও একজন নারী কুস্তিগীর। বলিউডের কোন সিনেমায় নায়ক-নায়িকা দুজনই কুস্তিগীর, তেমনটি আগে কখনও দেখা যায়নি। সুলতান কুস্তিগীরের চরিত্রে নিজেকে মানানসই করে তুলতে সালমান খানকে অনেক কসরত করতে হয়েছে। কুস্তিগীরদের মতোই দশাসই ফিগার বানাতে হয়েছে। এ জন্য শরীরের ওজন অনেক বাড়াতে হয়েছে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানও একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন মুক্তিপ্রতীক্ষিত ‘দঙ্গল’ ছবিতে। তিনিও কুস্তিগীরের মতো দশাসই ফিগার তৈরি করেছেন অভিনীত চরিত্রের প্রয়োজনে। সালমান খান ‘সুলতান’ ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয়ের সময় আমির খানকেই অনুসরণ করেছেন বলা যায়। কারণ, ‘দঙ্গল’ ছবির শূটিং ‘সুলতান’ ছবির আগেই সম্পন্ন হয়েছে। সালমান খান ‘সুলতান’ ছবিতে পেশাদার কুস্তিগীরের মতো পারফর্ম করেছেন। এ জন্য একজন কুস্তি প্রশিক্ষকের অধীনে নিয়মিত প্রাকটিস করে তাকে কুস্তির কলাকৌশল রপ্ত করতে হয়েছে। এ ছবিতে তার প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা। শুরুতে শোনা গিয়েছিল, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ‘সুলতান’ ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করবেন কুস্তি প্রশিক্ষকের ভূমিকায়। শেষ পর্যন্ত স্ট্যালোনকে পাওয়া যায়নি। এরপর সঞ্জয় দত্তের নামও উচ্চারিত হয়েছিল ‘সুলতান’ ছবিতে সালমানের প্রশিক্ষকের ভূমিকায়। সঞ্জয়ও রাজি হননি এ চরিত্রে অভিনয়ে। সুলতানের প্রতিদ্বন্দ্বী কুস্তিগীরের চরিত্রে রূপদান করেছেন এম এম এ ফাইটা টাইরন উডলি। ‘সুলতান’ ছবিতে প্রথমবারের মতো সালমানের পর্দা প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন আনুস্কা শর্মা। আনুস্কার সৌভাগ্য বলিউডের তিন সুপারস্টার খান শাহরুখ, আমির এবং সালমানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন। আনুস্কা তার হালকা পাতলা গড়ন নিয়েও ‘সুলতান’ ছবিতে একজন নারী কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন। এ জন্য তাকেও যথেষ্ট ধকল পোহাতে হয়েছে। প্রশিক্ষকের অধীনে কলাকৌশল আয়ত্ত করতে হয়েছে। ইতোমধ্যে ‘সুলতান’ ছবির টিজারে আনুস্কাকে পুরুষ কুস্তিগীরের সঙ্গে সলড়াইয়ে অবতীর্ণ হতে দেখা গেছে। দর্শক আনুস্কার কুস্তি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন। এ প্রসঙ্গে ‘সুলতান’ ছবির পরিচালক আলী আব্বাস জাফর বলেন, ‘এ ছবির শূটিং শুরুর আগে কয়েক মাস গবেষণার কাজে হারিয়ানায় কাটাতে হয়েছে আমাকে। সেখানে নারী কুস্তিগীরদের সঙ্গেও আমার ওঠাবসা হয়েছে। আনুস্কা নিজেও প্রথমবারের মতো সাল্লু ভাইয়ের পর্দাপ্রেমিকা সাজতে পেরে ভীষণভাবে উত্তেজিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শক প্রথমবারের মতো পর্দায় আমাকে তার বিপরীতে দেখবেন, সালমান খানের মতো একজন তারকা অভিনেতার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে গিয়ে বেশ মজা পেয়েছি, তার সঙ্গে কাজ কার অভিজ্ঞতাই আলাদা’। ‘সুলতান’ ছবির প্রচারণাকালে এ ছবিতে শূটিংয়ের অভিজ্ঞতা, কুস্তিগীর হিসেবে কাজ করার মুহূর্তগুলোর কথা বর্ণনা করতে গিয়ে সালমান নিজেকে একজন ধর্ষিতা নারীর সঙ্গে তুলনা করে মন্তব্য করায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সালমানের মন্তব্যে বিরুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সবাই সালমানের মতো একজন জনপ্রিয় চিত্রতারকার মন্তব্যকে দায়িত্বহীন বলে অভিহিত করে ক্ষমা চাইতে বলেছেন। সালমান ধর্ষিতা নারীর প্রতি অসম্মান প্রদর্শন করেছেন, তেমন অভিযোগ এনে মামলাও করা হয়েছে। বলা যায়, তোপের মুখে পড়েছেন বলউডের জনপ্রিয় এই তারকা। কিন্তু এরপরেও এবারের ঈদ উৎসবে বাজিমাত করবে সালমান অভিনীত ‘সুলতান’ ছবিটি।
×