ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বুড়িমারী স্থলবন্দরের সাথে ১৫ ঘন্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক

প্রকাশিত: ০১:৩৯, ২৯ জুন ২০১৬

বুড়িমারী স্থলবন্দরের সাথে ১৫ ঘন্টা পর সড়ক যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ স্বর্ণামতি সেতুর পাটাতন বসে যাওয়ায় ১৫ ঘন্টা পর বুড়িমারী স্থলবন্দরের সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সারারাত নির্মাণাধীন সেতুটির দুই ধারে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় কয়েকশত ট্রাক আটকা পড়ে ছিল। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারীতে স্বর্ণামতি নদীর উপর ১২ কোটি টাকা ব্যয়ে ফোর লেন সেতু নির্মান হচ্ছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে দুই খন্ড বিশিষ্ট লোহার বেলি ব্রীজ দিয়ে ট্রাক, বাসসহ সকল ধরনের যানবাহন চলাচল করে আসছে। মঙ্গলবার রাত সাড়ে আট টায় সেতুটির লোহার পাটাতল বসে যায়। এতে করে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বুড়িমারী স্থলবন্দর হতে ছেড়ে আসা প্রায় দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক ও বুড়িমারী অভিমূখে যাওয়া খালি ট্রাক সেতুটির দুই ধারে আটকা পড়ে যায়। এতে করে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় শতশত ট্রাক আটকা পড়ে। প্রায় ১৫ ঘন্টা পর পাটাতন মেরামত করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। বুধবার সকাল ১১ টায় যানবাহন চলাচল শুরু হয়ে যায়। সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম জানান, পণ্যবোঝাই ১০ চাকার ট্রাকের কারনে বেলি ব্রীজটির পাটাতান বসে যায়। নির্মাণাধীন সেতুটির পাইলিংয়ের কাজ হয়েছে। কয়েক মাসের মধ্যে দুই লেন বিশিষ্ট সেতুটির কাজ শেষ হবে। সেতু নির্মাণ হলে দূর্ভোগ শেষ হবে।
×