ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন হাউজিংয়ে জলাধার নির্ণয়ে ছয় সদস্যের কমিটি

প্রকাশিত: ০০:১৮, ২৯ জুন ২০১৬

ইস্টার্ন হাউজিংয়ে জলাধার নির্ণয়ে ছয় সদস্যের কমিটি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনশ্রী-আফতাবনগর এলাকার ইস্টার্ন হাউজিং এর প্রজেক্টে কতটি জলাধার আছে, তা নির্ণয়ে সুপ্রীমকোর্টের আপীল বিভাগের নির্দেশে কমিটি গঠন করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস এম মুনীর উদ্দিন স্বাক্ষরিত স্মারকে এ তথ্য জানা যায়। বুধবার দুপুরে মনজিল মোরসেদ জানান, আপীল বিভাগের নির্দেশে পরিবেশ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। যার অনুলিপি আমিও পেয়েছি। কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আরবান অ্যান্ড রিজিওনাল বিভাগের প্রফেসর ড. সারোয়ার জাহান, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল করিম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (পরিকল্পনা) মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, তেজগাঁওয়ের সেটেলমেন্ট এর ক্যাম্প বদর আমিন এর সার্ভেয়ার মো. আবুল হোসেন ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সমন্বয়ক আতিক মোরশেদ। ইস্টার্ন হাউজিংয়ে কতটি জলাধার ও জলাভূমি ছিল তা নির্ণয়ে হাইকোর্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আবেদন করেছিলেন মনজিল মোরসেদ। ১০ মে এ আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপীলে যান মনজিল মোরসেদ।
×