ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ এ বার হিন্দিতে

প্রকাশিত: ১৯:২৬, ২৯ জুন ২০১৬

রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ এ বার হিন্দিতে

অনলাইন ডেস্ক ॥ ১৯৮৫ সালে মুক্তি পায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী ‘ঘরে বাইরে’ অবলম্বনে সত্যজিত্ রায়ের অসাধারণ সেই ছবি। ছবিতে সত্যজিতের নিখুঁত পরিচালনা, সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়— সব মিলিয়ে একটি দুর্দান্ত ক্লাসিক ছবির মাত্রা পায় ‘ঘরে বাইরে’। আবার বড় পর্দায় ফিরছে রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’। তবে বাংলায় নয়, হিন্দিতে৷ ছবির নাম ‘অর্ধাঙ্গিনী- এক অর্ধসত্য’৷ পরিচালনায় রীমা মুখোপাধ্যায়৷ ছবিতে বিমলার চরিত্রে রয়েছেন শ্রীলেখা মিত্র আর সন্দীপের চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত। তবে বিমলা, সন্দীপ, নিখিলেশের চরিত্রে মুখ বদলে গেলেও মাস্টারমশাইয়ের চরিত্রে রয়েছেন সেই মনোজ মিত্র, যিনি সত্যজিত্ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতেও একই চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ছবিতে রয়েছেন রীমা লাগুর মতো অভিনেত্রী। ১ জুলাই মুক্তি পাওয়ার কথা ছবিটির। সূত্র : আনন্দাবাজার পত্রিকা
×