ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অসভ্যতার অভিযোগে বিমানের যাত্রী গ্রেপ্তার

প্রকাশিত: ১৮:৪৪, ২৯ জুন ২০১৬

অসভ্যতার অভিযোগে বিমানের যাত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক॥ বিমানসেবিকার সঙ্গে জোর করে সেলফি তুলতে গিয়ে গ্রেপ্তার হলেন গুজরাটের বাসিন্দা। শোনা যাচ্ছে, শুধু জোর করে সেলফি তুলেই ক্ষান্ত হননি তিনি। এর পর নিয়ম ভেঙে বাথরুমে গিয়ে সিগারেটও খান। গতকাল ঘটনাটি ঘটে সৌদি আরব থেকে মুম্বাইগামী একটি বিমানে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহম্মদ আবু বকর। আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানসেবিকাকে নিগ্রহ ও বিমানে ধূমপান আইন ভাঙার অভিযোগ এনেছে বেসরকারি বিমান সংস্থাটি। দাম্মাম থেকে বিমানটি ওড়ার পরই ঘটনাটি ঘটে। বিমানে যাত্রীদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক বিমানসেবিকা। হঠাৎই তাঁর হাত ধরে টানেন আবু বকর। আবদার করেন একটি সেলফি তোলার জন্য। কিন্তু ওই সেবিকা সঙ্গে সঙ্গে তা নাকচ করে দেন। কিন্তু ২৯ বছর বয়সী আবু বকর শেষে জোর করেই সেলফি তোলেন। এর পর তিনি বাথরুমে গিয়ে সিগারেটও খান বলে ওই বিমান সংস্থা জানিয়েছে। মুম্বাই বিমানবন্দরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়ার পর অবশ্য ওই ব্যক্তি জানান, তিনি মজা করেই এমনটা করেছেন!‌
×