ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধতার শেষ সময় ৩০ জুন

প্রকাশিত: ১৮:৩২, ২৯ জুন ২০১৬

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধতার শেষ সময় ৩০ জুন

অনলাইন ডেস্ক॥ মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকরা ৩০ জুন পর্যন্ত বৈধতার সুযোগ পাচ্ছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, উল্লিখিত সময়ের মধ্যে বৈধ না হলে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫(বি) অনুচ্ছেদ অনুযায়ী অবৈধ শ্রমিকদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতস্তত করবে না সরকার। ওই আইন অনুযায়ী, প্রত্যেক অবৈধ শ্রমিকের জন্য নিয়োগদাতাকে সর্বোচ্চ ৫০ হাজার রিংগিত জরিমানা, সর্বোচ্চ ১২ মাস কারাদ- অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। আইনের উল্লেখ করে মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, যেসব প্রতিষ্ঠান পাঁচজনের বেশি অবৈধ শ্রমিক নেবে, তাদের ছয় মাস থেকে পাঁচ বছর কারাদ- ভোগ করতে হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়, অবৈধ শ্রমিকরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.rehiring.imi.gov.my) ব্যবহার করে বৈধতার আবেদন করতে পারবেন। এ ছাড়া আরো তথ্যের প্রয়োজন হলে ০৩-৭৮০১ ৮৮৮৮ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।
×