ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রশিক্ষণ কর্মশালায় মন্ত্রী

সরকারী উদ্যোগে চলতি বছর সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে পাঠানো হবে

প্রকাশিত: ০৮:৪৫, ২৯ জুন ২০১৬

সরকারী উদ্যোগে চলতি বছর সাড়ে ৭ লাখ কর্মী বিদেশে পাঠানো হবে

স্টাফ রিপোর্টার ॥ বিদেশে দক্ষকর্মী নিয়োগের জন্য দেশের ২৬টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার কর্মসূচী চলছে। এই প্রশিক্ষকদের প্রশিক্ষণ কাজে লাগিয়ে বিদেশে চাকরি যাওয়া সহজ হবে। প্রশিক্ষকদের এ কাজে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ঢাকার ‘বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) হাউস কিপিং কোর্সের মানোন্নয়নের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজার সভাপতিত্বে হাউস কিপিং কোর্সের মানোন্নয়নের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (বিকেটিটিসি) অধ্যক্ষ ড. প্রকৌশলী মোঃ সাখাওয়াৎ আলী, প্রশিক্ষকদের প্রশিক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সুজায়েত উল্যা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার।
×