ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিদ্ধিরগঞ্জে গ্যাস সঙ্কটের জন্য দায়ী কারখানায় এলাকাবাসীর হামলা

প্রকাশিত: ০৮:৪০, ২৯ জুন ২০১৬

সিদ্ধিরগঞ্জে গ্যাস সঙ্কটের জন্য দায়ী কারখানায় এলাকাবাসীর হামলা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৮ জুন ॥ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় গ্যাস সঙ্কটের জন্য দায়ী করে উত্তরপাড়া সিকদার বাড়ি পুল এলাকায় অবস্থিত ভিবজিউর নিট কম্পোজিট লিমিটেড নামের কারখানায় হামলা ও ভাংচুর চালিয়েছে কয়েক হাজার বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টপধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক ও এলাকাবাসীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮-১০ রাউন্ড শটগানের গুলি ব্যবহার করেছে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত চলে হামলা, ভাংচুর ও ধাওয়ার ঘটনা। সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে হামলা ॥ সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নেয়ার সময় গ্যাস দালালদের হামলায় ও ককটেল বিষ্ফোরণে শিশুসহ ৫ জন আহত হয়েছে। সোমবার রাতে সনমান্দি ইউনিয়নের মারবদী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
×